গঙ্গা ভাঙন নিয়ে ফারাক্কা ব্যারেজে অবস্থান বিক্ষোভ করল তৃণমূল। মালদা ও মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই অবস্থান বিক্ষোভ দেখালো মঙ্গলবার।
এদিন গঙ্গা ভাঙন নিয়ে ফারাক্কা ব্যারেজের জেনারেল ম্যানেজারকে দুই ঘণ্টা ধরে ঘেরাও করে রাখে মালদা ও মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা। এখনো ঘেরাও চলছে। উল্লেখ্য, প্রতিবছর গঙ্গা ভাঙনের দাবি নিয়ে আসলেও কোনরকম কাজ হয় না, তাই এদিন প্রথমে ডেপুটেশন জমা দিতে আসে এবং কোনরকম সহযোগিতা না পাওয়ায় ফারাক্কা ব্যারেজের জেনারেল ম্যানেজারকে ঘেরাও করে অবস্থান-বিক্ষোভ দেখানো হয়।